Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। গ্রামে আগ্রহী ও যোগ্য জনসাধারণের মধ্যে থেকে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা তালিকাভূক্ত করন।

 

২। জনসাধারণের নিরাপত্তার জন্য সরকারী খরচে বাছাইকৃত সদস্য-সদস্যাদের অস্ত্রচালনা প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং বিভিন্ন সংস্থায় জনসাধারণের নিরাপত্তার জন্য আনসার অংগীভূত করা। এছাড়াও রাষ্ট্রী্য় আইনশৃংখলার কাজে সদস্য-সদস্যা মোতায়েন করা হয়।

 

৩। বাছাইকত সদস্য-সদস্যাদের আত্ম নির্ভরশীল হওয়ার লক্ষ্যে সরকারী খরচে বিভিন্ন প্রকার পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়া।  প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দ্বারা জনসাধারণকে উদ্ভুদ্ধ করা।

 

৪। ক্লাব/সমিতি গঠনের মাধ্যমে সদস্য-সদস্যাদের চিত্তবিনোদন ও আত্মনির্ভরশীল হওয়া এবং ভাল কাজের স্বীকৃত স্বরুপ আর্থিক  ও সামাগ্রিক  পুরুস্কার প্রদান করা।

 

৫। জনকল্যাণ মূলক  কাজে সদস্য-সদস্যাদের  অংশগ্রহণ করা। যেমন: কৃষি শাক-সবজি  চাষ,  গবাদিপশু ও হাঁস মুরদী পালন, মৎস্য চাষ, বৃক্ষ রোপন,  জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যঅ ও পল্লীপয়: নিস্কাশন, নারী  ও শিশু  পাচর রোধ,যৌতুক ও বাল্য বিবাহ রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন কর্মকান্ড অগ্রনী ভূমিকা পালণ করা।

 

এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। যেমনঃ- জাতীয় ও স্থানীয় নির্বাচন, দূর্গাপুজায় যোগ্যতা সম্পন্ন আনসার ও ভি.ডি.পি বাছাই ও নিয়োগ প্রদান।
আত্বসামাজিক উন্নয়নে প্লাটুনভূক্ত সদস্য/সদস্যাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী প্রেরণ করা।
সেলাই,এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিক কম্পিউটার, মটর ড্রাইভিং, মোবাইল ফোন সেট মেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষসহ বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণার্থী বাছাই ও প্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কোঠা মোতাবেক প্রেরণ
নিশ্চিত করণ। উপজেলা প্রশাসনকে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা।